Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকার সাথে খেলবেন না সাকিব!

সাকিব আল হাসান। ফাইল ছবি।

হাঁটুর ইনজুরিতে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে সাকিব আল হাসানের জন্য। আগামীকাল (৩১ অক্টোবর) সাকিবের ইনজুরির সর্বশেষ অবস্থা পরীক্ষা করে সিদ্ধান্ত নেয়া হবে যে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ২ নভেম্বরের ম্যাচেই তিনি খেলতে পাবেন কিনা। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সম্পূর্ণ ফিটনেস ফিরে পেলেও সেদিন তিনি খেলবেন কিনা তা নিয়ে চলছে অনিশ্চয়তা। কারণ তাতে আবারও ইনজুরিগ্রস্ত হাঁটু করে বসতে পারে বিদ্রোহ!

এর সাথে ইনজুরি সমস্যা রয়েছে দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানেরও। তিনদিনের বিশ্রামে থাকা সোহানকে বাংলাদেশ ক্রিকেট দলের মেডিকেল টিম আগামী ১ নভেম্বর পরীক্ষানিরীক্ষা করে দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য ফিট থাকবেন কিনা তা জানাবে।

নুরুল হাসান সোহান গত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ছিলেন না দলে। উইকেটরক্ষকের দায়িত্ব সে ম্যাচে পালন করেছেন লিটন দাস। তবে দুর্দশা কবলিত বাংলাদেশ দল কি পারবে দক্ষিণ আফ্রিকা ম্যাচে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে জয় ছিনিয়ে আনতে?

Exit mobile version