Site icon Jamuna Television

চামিরার পেসে ম্যাচে ফিরলো শ্রীলঙ্কা

জোড়া আঘাত হানার পর চামিরার উল্লাস। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার দেয়া ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লঙ্কান পেসার দুশ্মন্ত চামিরার জোড়া আঘাতে দুই ওপেনারকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত ডি কক ও রিজা হেনড্রিক্সের উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ৮ ওভারে ৪৯ রান।

দুশ্মন্ত চামিরার গুড লেংথের বলকে ক্রস ব্যাটে খেলতে গিয়েই এলবিডব্লিয়ের ফাঁদে পড়েন রিজা হেনড্রিক্স। পরে রিভিউ নিয়েও উইকেটটা বাঁচাতে পারেননি দক্ষিণ আফ্রিকান এই ডানহাতি ওপেনার। র‍্যাসি ভ্যান ডার ডুসেন নেমে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করলে স্ট্রাইকে আসেন কুইন্টন ডি কক। চামিরার দ্রুতগতির বুক বরাবর শর্ট বলকে পুল করার জন্য সপাটে ব্যাট চালিয়েছিলেন ডি কক। কিন্তু ব্যাটের উপরের অংশে লেগে হয়ে যায় টপ এজ। সহজ ক্যাচটি নিজেই নেন চামিরা।

র‍্যাসি ভ্যান ডার ডুসেনকে নিয়ে এখন লড়ে যাচ্ছেন অধিনায়ক টেম্বা বাভুমা। ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে ওপেনিং থেকে চার নম্বরে নেমে গেছেন অফ ফর্মে থাকা বাভুমা।

এর আগে, পাথুম নিশাঙ্কার ৭২ রানের ইনিংসের উপর ভর করে সব কটি উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

Exit mobile version