Site icon Jamuna Television

মা হয়েছেন চিত্রনায়িকা পপি!

পুত্র সন্তানের মা হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি! বৃহস্পতিবার রাত থেকেই এমন গুঞ্জন চলচ্চিত্রপাড়ায়। যদিও বিষয়টি নিয়ে অভিনেত্রী পপি’র পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন, গত মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এ জনপ্রিয় নায়িকা। বর্তমানে মা-ছেলে দু’জনই সুস্থ আছেন। এ ব্যাপারে জানতে পপির মুঠোফোন নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এমন গুঞ্জন চাউর হওয়ার পর নাম প্রকাশে অনিচ্ছুক পপির নির্মাণাধীন এক সিনেমার পরিচালক বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, ডাক্তারের দেয়া নির্ধারিত সময়ের আগেই সন্তান জন্ম দিয়েছেন তিনি।

Exit mobile version