Site icon Jamuna Television

গ্রেফতারকালে পুলিশকে কুপিয়েছে আসামি

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে ওয়ারেন্টভুক্ত আসামি জালাল মিয়াকে ধরতে গিয়ে মৌলভীবাজার মডেল থানার এএসআই বিকাশ চন্দ্র দে গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ারুল হক জানান, শনিবার দিবাগত রাত ২ টার দিকে এএসআই বিকাশ চন্দ্র দে’র নেতৃত্বে এক দল পুলিশ নাজিরাবাদ ইউনিয়নের নায়ারণপাশা গ্রামে আসামি জালাল মিয়াকে ধরতে যায়। একটি মামলার সাক্ষী হিসেবে জালাল মিয়ার বিরুদ্ধে আদালত প্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। তখন জালাল মিয়া এএসআই বিকাশ দেকে দা দিয়ে কুপিয়ে জখম করে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ও পরে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় আসামি জালাল মিয়াকে আটক করেছে পুলিশ। পুলিশের উপর হামলার অভিযোগে মামলার প্রস্ততি চলছে।

Exit mobile version