Site icon Jamuna Television

মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যায় আগে থেকেই লিওনেল মেসির চেয়ে এগিয়ে ছিলেন ক্রিস্টিয়ানো। তবে এতদিন ইনস্টাগ্রামে কোনো একক পোস্টে লাইক সংখ্যায় রোনালদোর উপরে ছিলেন মেসি। এবার আর্জেন্টাইন তারকার এ রেকর্ড ভেঙ্গে দিলেন পর্তুগিজ তারকা।

ইনস্টাগ্রামে পাওয়া মেসির সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ লাইক ছাড়িয়ে রোনালদোর পোস্টে লাইক পড়েছে প্রায় ৩ কোটি। বর্তমানে চার সন্তানের বাবা রোনালদো। তালিকাটা বড় করতে আসছে আরও দুইজন সন্তান। ইনস্টাগ্রামে এমন খবর জানিয়ে একটি পোস্ট করেন রোনালদো। সেই পোস্টে লাইকের সংখ্যা প্রায় ৩ কোটি। এর আগে গত আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার খবর ইনস্টাগ্রামে পোস্ট করেন মেসি। সেই পোস্টে লাইক পড়েছিল ২.৩ কোটি।

মেসি-রোনালদোর দ্বৈরথ নিয়ে বর্তমান ফুটবল বিশ্বে চলছে পক্ষ-বিপক্ষ অবস্থান। কে সেরা এই তর্কের সদুত্তর দিতে পারছেন না কেউই। কেউ এগিয়ে রাখেন মেসিকে। আবার কারো কাছে সেরা খেলোয়াড় রোনালদো। তাই তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি নিয়েও চলে সরব আলোচনা।

একসময় বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলারই খেলতেন স্প্যানিশ লা লিগায়। লিওনেল মেসির সাবেক ক্লাব বার্সেলোনা ও ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচ এল ক্লাসিকোতেও তাদের ঘিরে চলতো উত্তেজনা। দীর্ঘদিনের সম্পর্কচ্ছেদ করে এই মৌসুমেই বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। আর রিয়াল মাদ্রিদ ছেড়ে ৩ বছর জুভেন্টাসে খেলে এই মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন করেছেন রোনালদো। লিগ ভিন্ন হলেও এখনো তাদের নিয়ে চলে সমর্থকদের পক্ষ-বিপক্ষ অবস্থান।

Exit mobile version