Site icon Jamuna Television

মাছ ধরা নিয়ে ব্রিটেন-ফ্রান্স উত্তেজনা

ছবি: সংগৃহীত

কয়েকদিন আগেই ব্রিটিশ একটি মাছ ধরার ট্রলার আটক করে ফরাসি কর্তৃপক্ষ। ইস্যুটিকে কেন্দ্র করে দেশদুটির মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা।

এ নিয়ে শুক্রবার (২৯ অক্টোবর) ফরাসি রাষ্ট্রদূতকে তলব করেছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মাছ ধরা নিয়ে ফ্রান্সের পদক্ষেপের ব্যাখ্যা চাওয়া হয় তার কাছে।

ফরাসি সরকারের আচরণের নিন্দা জানিয়েছে ব্রিটেন। তাদের দাবি, ফ্রান্সের এমন আচরণ ব্রিটেন ও ইংলিশ চ্যানেলের বাকি দ্বীপগুলোর জন্য হুমকিস্বরূপ।

গত বুধবার লাইসেন্স না থাকার অভিযোগে একটি ব্রিটিশ ট্রলার আটক করে ফরাসি কর্তৃপক্ষ। তবে অভিযোগ অস্বীকার করেছে ব্রিটেন। ধারণা করা হচ্ছে, গত মাসে কয়েকটি ফরাসি নৌকাকে মাছ ধরার বৈধতা দিতে অস্বীকৃতি জানানোর পাল্টা জবাব দিয়েছে প্যারিস।

এদিকে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেন, ব্রেক্সিট পরবর্তী সময়ে মাছ ধরার বিষয়টি যুক্তরাজ্যের জন্য বিশ্বব্যাপী আস্থা অর্জনের পরীক্ষা।

Exit mobile version