Site icon Jamuna Television

টস জিতে অজিদের ব্যাটিয়ে পাঠালো ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

দুবাইয়ে হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছে ইংলিশ অধিনায়ক এউইন মরগ্যান। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে পেয়েছে জয়।

উইকেটটি একদমই নতুন এবং ঘাসও নাকি আছে। এমন কন্ডিশন ফাস্ট বোলারদের জন্য সহায়ক। তাই টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠিয়ে স্টার্ক, হ্যাজলউড, কামিন্সদের পেস থেকে নিরাপদ দূরত্বেই থাকলো ইংল্যান্ড। অন্যদিকে ক্রিস ওকস, টাইম্যাল মিলস ও ক্রিস জর্ডানদের কাছ থেকে আগুন ঝরা স্পেল চাইবেন মরগ্যান। কারণ, গত ম্যাচেই দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। অন্যদিকে স্পিন আক্রমণেও বেশ ধারালো মরগ্যানের দল। আদিল রশিদ ও মইন আলির সাথে লিয়াম লিভিংস্টোনের লেগস্পিনেও উইকেট পাচ্ছে ইংলিশরা।

অন্যদিকে, দলের ব্যাটিংয়ের প্রধান দুই স্তম্ভ ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ তাদের বাজে ফর্মকে পেছনে ফেলার ইঙ্গিত দিয়েছেন গত ম্যাচেই। মিডুল অর্ডার তাদের দুশ্চিন্তার কারণ হতে পারে। তবে স্টিভেন স্মিথের ব্যাটের দিকেও নির্ভরতা খুঁজবে অজিরা।

Exit mobile version