Site icon Jamuna Television

ঢাবি ছাত্রলীগের হল সম্মেলন ২৮ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলসমূহে ছাত্রলীগের কমিটি দেয়ার জন্য ২৮ নভেম্বর সম্মেলন ডাকা হয়েছে। ২০১৬ সালের পর দীর্ঘ পাঁচ বছর পর হতে যাচ্ছে এ সম্মেলন।

শনিবার (৩০ অক্টোবর) রাতে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ১৮টি হল ছাত্রলীগের বার্ষিক সম্মেলন আগামী ২৮ নভেম্বর, ২০২১ (রোববার) হতে অনুষ্ঠিত হবে।

সম্মেলন উৎসবমুখর, নান্দনিক ও সুপরিকল্পিত করতে প্রতিটি হলের ছাত্রলীগের নেতাকর্মীদের সাংগাঠনিক প্রস্তুতি গ্রহণের জন্যও নির্দেশ দেয়া হয়।

এর আগে, ২০১৬ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল সম্মেলন অনুষ্ঠিত হয়। এরও ১৬ দিন পর ১৩ ডিসেম্বর ঘোষণা করা হয় হলগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের নাম। সেই কমিটি গঠন করেন তৎকালীন ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী প্রতিবছর সম্মেলন হওয়ার কথা থাকলেও নানা ঝামেলায় পাঁচ বছর পর ঘোষিত হলো এ সম্মেলন।

Exit mobile version