Site icon Jamuna Television

প্রযোজকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শ্যুটিং শুরু করেও বাদ পড়েছিলেন এশা

বলিউড অভিনেত্রী এশা গুপ্তা।

বলিউড অভিনেত্রী এশা গুপ্তা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, চার-পাঁচদিন শুটিং করার পরও সহ প্রযোজকের আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ার সিনেমা থেকে বাদ পড়েছিলেন তিনি। সম্প্রতি বলিউড বাবলকে দেয়া সাক্ষাৎকারে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী। 

সাক্ষাৎকারে এশা জানান, স্টারকিড নন এমন যারা বলিউডে আসেন সাধারণত তারাই বেশিরভাগ কাস্টিং কাউচের শিকার হন। 

এশা বলেন, তিনি দুবার কাস্টিং কাউচের সম্মুখীন হয়েছেন। নিজের সে দুঃসহ অভিজ্ঞতা বর্ণনা করে এশা বলেন, প্রথম ঘটনায় একজন পরিচালক সহ-প্রযোজকের হয়ে তাকে কুপ্রস্তাব দিলে সে প্রস্তাব ফিরিয়ে দেন এশা। সেই সিনেমার শ্যুটিং শুরু হওয়ার পাঁচ দিন পর পরিচালক এসে আবারও তাকে সেই ‘প্রস্তাবের’ বিষয়ে জিজ্ঞেস করেন। কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় পরিচালক জানান, এ সিনেমায় তাকে আর দেখতে চান না প্রযোজক। এরপরই ওই সিনেমা থেকে বাদ দেয়া হয় এশাকে।

এশা গুপ্তা

এ রকম আরও একবার ঘটেছিলো বলে জানান এশা। বলেন, আরেকটি সিনেমার প্রযোজকও আমাকে ‘বিশেষ প্রস্তাব’ দিয়েছিলেন। তবে আমি সেটি কৌশলে এড়িয়ে যাচ্ছিলাম। এমনকি ওই প্রযোজককে এড়িয়ে চলতে আউটডোর শ্যুটিংয়ে কখনও একা এক রুমে ঘুমাতাম না, বাধ্য হয়েছিলাম আমার মেকআপ আর্টিস্টকে রাতে সাথে নিয়ে ঘুমাতে। 

 

Exit mobile version