Site icon Jamuna Television

৩০ তলায় রংমিস্ত্রি, জানালা দিয়ে দড়ি কেটে দিলেন নারী (ভিডিও)

ছবি ভিডিও থেকে নেয়া।

দুই রংমিস্ত্রি দড়িতে ঝুলে কাজ করছিলেন বহুতল ভবনে। এ সময় একজনের দড়ি কেটে দেয় এক নারী। এতে ২৭ তলায় গিয়ে ঝুলে থাকেন ওই রংমিস্ত্রি। অবশ্য ২৬ তলার এক দম্পতি তাকে উদ্ধার করতে সক্ষম হন। খবর এবিসি ডট নেট।

থাইল্যান্ডের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় বিভিন্ন গণমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, দুই রংমিস্ত্রি ২৭ তলায় ঝুলতে ঝুলতে জানালা খুলে তাদের ভেতরে নেওয়ার অনুরোধ জানাচ্ছেন।

ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

ভুক্তভোগী এক রংমিস্ত্রি স্থানীয় গণমাধ্যমকে জানান, ভবনটির ৩৩ তলায় তারা তিনজন কাজ করছিলেন। ৩০ তলায় নামার পর তার শরীরে বাঁধা দড়িটা কিছুটা ভারী মনে হচ্ছিল। এরপর তিনি নিচে তাকিয়ে দেখেন ২১ তলার জানালা খুলে একজন দড়ি কেটে দিচ্ছে। আরেক মিস্ত্রির সঙ্গে তার কোমরের দড়ির অপর প্রান্ত বাঁধা থাকায় কোনো রকমে ঝুলে ছিলেন তিনি। পরে ২৬ তলার দম্পতির সহযোগিতায় তারা জানালা দিয়ে অ্যাপার্টমেন্টের ভেতরে যান।

থাইল্যান্ডের পাকক্রেট থানার প্রধান পুলিশ কর্নেল পংজাক প্রিচাকারুনপং গণমাধ্যমকে জানান, ওই নারীকে হত্যাচেষ্টা আর সম্পত্তি ধ্বংসের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

এদিকে থাইল্যান্ডের গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ওই নারী তার জানালার বাইরে রংমিস্ত্রিদের কাজ করতে দেখে ভীষণ ক্ষেপে যান। এতেই তিনি রংমিস্ত্রিদের ঝুলে থাকা দড়ি কেটে দেন। রং করার ব্যাপারে অ্যাপার্টমেন্ট কর্তৃপক্ষ কিছু না জানানোয় তিনি রেগে যান।

দড়ি কাটার বিষয়টি অভিযুক্ত ওই নারী প্রথমে অস্বীকার করলেও পরে দড়ি থেকে হাতের ছাপ, ডিএনএ আর সিসিটিভি ফুটেজ দেখে ফরেনসিক টিম শনাক্ত করার পর তিনি বিষয়টি স্বীকার করেন। তবে রংমিস্ত্রিদের হত্যার উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেছেন তিনি।

সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়েছে ওই নারীকে। তবে হত্যাচেষ্টার অভিযোগ প্রমাণিত হলে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version