Site icon Jamuna Television

করোনার নেতিবাচক প্রভাব পড়েছে বিদেশি বিনিয়োগে

করোনার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের সরাসরি বিদেশি বিনিয়োগে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, এপ্রিল থেকে জুন প্রান্তিকে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে ৫৪ কোটি ডলার। যা আগের বছরের একই সময়ে এসেছিল ৬০ কোটি ৬০ লাখ ডলার।

প্রতিবেদনে দেখা যায়, তিন মাসে বিদেশি বিনিয়োগ কমেছে ৬ কোটি ৬০ লাখ ডলার। টাকার অংকে ৫৬৮ কোটি টাকা। আর শতকরা হিসাবে প্রায় ১১ শতাংশ। আলোচ্য সময়ে বিদেশ থেকে মূল পুঁজি আনা ও কোম্পানিগুলোর অর্জিত মুনাফা থেকে পুনরায় বিনিয়োগ সামান্য বেড়েছে। কিন্তু বিদেশি এক কোম্পানি থেকে অন্য কোম্পানির ঋণ ব্যাপকভাবে কমেছে। এ কারণে সার্বিকভাবে বিদেশি বিনিয়োগ কমে গেছে। যদিও গত বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকের তুলনায়, চলতি বছরের একই প্রান্তিকে মূল পুঁজি বিনিয়োগ বেড়েছে ৮ দশমিক শূন্য তিন শতাংশ।

কোম্পানিগুলোর অর্জিত মুনাফা থেকে পুনরায় বিনিয়োগ বেড়েছে ১৬ দশমিক ৪৭ শতাংশ। এ দুই খাতে বিদেশি বিনিয়োগ বাড়লেও আন্তঃকোম্পানি অর্থাৎ এক কোম্পানি থেকে অন্য কোম্পানির ঋণ কমেছে ৮৬ দশমিক ২৬ শতাংশ।

Exit mobile version