Site icon Jamuna Television

ইয়েমেনে বিমানবন্দরে জোরালো বিস্ফোরণ, নিহত অন্তত ১২

ছবি: সংগৃহীত

ইয়েমেনের বন্দর নগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ঘটানো হলো জোরালো বিস্ফোরণ। শনিবার (৩০ অক্টোবর) রাতের ওই হামলায় প্রাণ গেছে কমপক্ষে ১২ জনের।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মূল ফটকের বাইরে দাঁড়ানো একটি ট্রাক বিস্ফোরিত হয়। যাতে আশেপাশে থাকা পথচারীরা হতাহত হন।

নিরাপত্তা সূত্র বলছে, এসময় পেট্রোলিয়াম বহন করছিলো ট্রাকটি। যার কারণে বিস্ফোরণের মাত্রা ছিল শক্তিশালী এবং ভয়াবহ। ঘটনাস্থলের কাছাকাছি ঘরবাড়ির জানালার কাঁচও ভেঙ্গে পড়ে বিস্ফোরণের ধাক্কায়। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে হুতিদের দিকেই সন্দেহের তীর।

চলতি মাসেই বিদ্রোহীদের নির্মূলে মারিব শহরে কয়েকদফা অভিযান চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। কমপক্ষে ৫০০ সদস্য প্রাণ হারিয়েছে সেসব বিমান অভিযানে- এমন দাবি রিয়াদের।

Exit mobile version