Site icon Jamuna Television

বাংলাদেশ জিতলে অনেকে কোটিপতি হয়ে যাবেন!

বিশ্বজুড়ে ক্রিকেট বাজি এখন এক রমরমা ব্যবসা। নিদাহাস কাপের ফাইনালও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে দলদুটি ভারত ও বাংলাদেশ হওয়ায় জুয়াড়িদের উত্তেজনা যেন একটু বেশি। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ-ভারত ম্যাচ মানে বাড়তি উন্মাদনা। বিভিন্ন বেটিং হাউসগুলোতে বাজি ধরতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। অবশ্য, অধিকাংশ বেটিং হাউসের প্রেডিকশনই বলছে নিদাহাস কাপের ফাইনালে জিতবে ভারত। এতেই, বাংলাদেশের জয়ে কোটিপতি হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। কীভাবে?

ইন্ডিয়া বেট নামের একটি বেটিং হাউসের হিসাব বলছে, কেউ যদি বাংলাদেশের পক্ষে ১ ডলার বাজি ধরেন বাংলাদেশ জিতলে পাবেন তার প্রায় ৪ গুণ বেশি অর্থ। অন্যদিকে, ভারতে পক্ষে বাজি ধরলে জিতবেন দেড়গুণেরও কম অর্থ। কাছাকাছি চিত্র স্পোর্টিং ইনডেক্সসহ বেশি কিছু বেটিং হাউসের।

বাংলাদেশের ওপেনাররা যদি ভারতের ওপেনারদের চেয়ে বড় পার্টনারশিপ গড়তে পারে তাতেও ভাগ্যের শিকে ছিড়বে অনেকের। শুধু তাই নয়, ভারতের রোহিত শর্মা ম্যান অব দ্যা ম্যাচ হলে যেখানে একজন বাজিকর ৬ গুণ বেশি অর্থ পাবেন, সেখানে সাকিব-তামিমরা ম্যাচসেরা হলে পাবেন ১০ থেকে ১২ গুণ বেশি অর্থ। আর দারুণ ছন্দে থাকা মুশফিক বা মাহমুদুল্লাহদের কেউ ম্যাচসেরা হলে পাবেন ১৩-১৫ গুণেরও বেশি অর্থ!

কমবেশি একই চিত্র প্রায় সব বেটিং হাউসের। অর্থাৎ আজ মাঠের খেলায় সাকিব-মুশফিকরা জিতলে অর্থের খেলায় লাভবান হতে যাচ্ছেন অনেকে। কোটিপতি হয়ে যেতে পারেন সহস্র বাজিকর!

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version