Site icon Jamuna Television

মাত্র ৪ রানের অপেক্ষায় মাহমুদউল্লাহ!

শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তুলে দিয়েছেন এই অলরাউন্ডার। আজ রোববার সিরিজের ফাইনালে ম্যাচে ভারতের বিপক্ষে আর মাত্র ৪ রান করলেই টি-টোয়েন্টিতে হাজার রান পূর্ণ হবে রিয়াদের।

২০০৭ সালের জুলাই মাসে টি-টোয়েন্টি ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয় মাহমুদউল্লাহর। এরপর থেকে প্রায় এক যুগে বাংলাদেশের হয়ে ৬৬ ম্যাচ খেলে ৩ ফিফিটিতে করেছেন ৯৯৬ রান।

ওয়ানডে ক্রিকেটে ১৫৩ ম্যাচ খেলে ৩৩২৭ রান করার পাশপাশি বল হাতে নিয়েছেন ৭০ উইকেট। টেস্টের সাদা পোশাকেও দেশের হয়ে অবদান রেখেছেন ময়মনসিংহের এই ক্রিকেটার। ৩৭ টেস্টের ২০৬৫ রান সংগ্রহ করার পাশাপাশি ৩৯ উইকেট নেন তিনি।

Exit mobile version