Site icon Jamuna Television

‘স্থানীয় এজেন্ডাগুলোর বাস্তবায়ন হলেই টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব’

টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি এজেন্ডা পূরণ করতে হলে পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়নের বিকল্প নেই। স্থানীয় উন্নয়ন এজেন্ডাগুলোর সঠিক বাস্তবায়ন হলেই আন্তর্জাতিক এই লক্ষ্য পূরণ সম্ভব বলে মনে করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

রোববার (৩১ অক্টোবর) সকালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, বাংলাদেশের অর্জন ও ভবিষ্যৎ পথরেখা নিয়ে আলোচনায় মন্ত্রী এমন তাগিদ দেন। এসময় তিনি বলেন, এসডিজি লক্ষ্য পূরণে বছরে দরকার ৬৬ বিলিয়ন ডলার। যার মাত্র ৫ ভাগ বিদেশি সহায়তা হিসেবে পাওয়া যাবে। এক্ষেত্রে অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নকেও সমান তালে এগিয়ে নিতে হবে।

তবে দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে, আশপাশের দেশ থেকে কর্মী এসে বছরে ছয় ডলার সমপরিমাণ অর্থ নিয়ে যাচ্ছে বলেও মনে করেন মন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, দেশের মানুষের দক্ষতা নিশ্চিত করতে হবে। আয়বৈষম্য দূর করার পাশাপাশি শিশু মৃত্যুহার হ্রাস এবং শিক্ষার মানোন্নয়নে মনোযোগী হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা।

Exit mobile version