Site icon Jamuna Television

রাষ্ট্রীয় সম্মাননায় পুনিত রাজকুমারের শেষ বিদায়

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় জানানো হলো কান্নাড়া সুপারস্টার পুনিত রাজকুমারকে। রোববার (৩১ অক্টোবর) পরিবারের সদস্যদের উপস্থিতিতে ফিল্মসিটির ‘শ্রী কান্তেরাভা স্টুডিওতে’ সম্পন্ন হয় তার অন্ত্যেষ্টিক্রিয়া।

শেষ বিদায় জানাতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাশাভারাজ বোমাই। শেষকৃত্যের আচারও পালন করেন এ নেতা। পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করে জানান সমবেদনা। শেষ বিদায় জানাতে স্টুডিওতে আসেন তার সহকর্মীরাও।

এদিকে প্রিয় তারকাকে শেষবার দেখতে জমায়েত হন হাজারো ভক্ত-শুভাকাঙ্ক্ষী। সড়কে, আশপাশের ভবনের ছাদে এমনকি গাছে উঠে পড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরদার করা হয় গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা।

গত শুক্রবার জিমে শরীরচর্চার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এ তারকা। পরে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Exit mobile version