টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নামিবিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবি। আবুধাবিতে আজকের ম্যাচ খেলেই অবসরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক আফগান অধিনায়ক আসগর আফগান। দেশটির সবচেয়ে সফল এই অধিনায়ক জানিয়ে দিয়েছেন, নামিবিয়ার বিপক্ষে ম্যাচটিই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ।
মোহাম্মদ নবি বলেন, উইকেট দেখে মনে হচ্ছে ব্যাট করা সহায়ক হবে এখানে। আর গত ম্যাচগুলোতে ভালো ক্রিকেট খেলেছি আমরা। ছেলেরাও উজ্জীবিত।
আজকের ম্যাচে অপরিবর্তিত থাকছে নামিবিয়ার স্কোয়াড। অন্যদিকে আফগানিস্তানে এসেছে একটি পরিবর্তিত। দলের গুরুত্বপূর্ণ সদস্য মুজিব উর রাহমান আনফিট থাকায় তার স্থলে দলে এসেছে হামিদ হাসান।

