Site icon Jamuna Television

কুড়িগ্রামে ২৩ কেজির বাঘাইর মাছ ২৫ হাজারে বিক্রি

কুড়িগ্রামে জেলের জালে ২৩ কেজির বাঘাইর।

স্টাফ করেসপন্ডেন্ট,কুড়িগ্রাম:

কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে ২৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

রোববার (৩১ অক্টোবর) সকালে জেলে মাইদুল ইসলামের জালে ধরা পড়ে মাছটি। বিশালাকার মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান নদের পারে।
যাত্রাপুর হাটে উন্মুক্ত ডাকের মাধ্যমে ৮শ টাকা কেজি দরে ১৮ হাজার চারশ’ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী সুমন মিয়া।

পরে কুড়িগ্রাম আদর্শ পৌর বাজারের মাছটি কেটে খুচরা কেজি প্রতি এক হাজার ১শ’ টাকা দামে ২৫ হাজার ৩শ’ টাকায় বিক্রি করেন তিনি।

জেলে মাইদুল ইসলাম বলেন, সকালে ব্রহ্মপুত্র নদে প্রত্যেক দিনের মতই জাল ফেলেছি। জাল টানতে কিছুটা সমস্যা হচ্ছিল। পরে জাল টেনে তুলে দেখি বড়সড় একটা বাঘাইড় মাছ আটকা পড়েছে। বাজারে নিয়ে যাওয়ার আগে মাছ ব্যবসায়ী সুমন ১৮ হাজার চারশ’ টাকায় কিনে নেয়। প্রায়ই ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে বড়বড় মাছ ধরা পরে। এতে করে আমাদের মতো গরীব জেলেদের আর্থিক উপকার হচ্ছে।

মাছ ব্যবসায়ী সুমন জানান, বাজারে এই মাছের চাহিদা রয়েছে। বিভিন্ন ঘাট থেকে এমন বড় মাছ কিনে এনে কেটে খুচরা বিক্রি করেন তিনি।

জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় বলেন, বর্তমানে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা উভয়ই অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছেন।

Exit mobile version