Site icon Jamuna Television

কক্সবাজার পৌর মেয়রের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ ১৫ জনের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের হয়েছে। এর প্রতিবাদে কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে সন্ধ্যার পর থেকে সড়ক অবরোধ করে তার সমর্থকরা।

রোববার (৩১ অক্টোবর) বিকেলে মামলাটি রুজু করা হয়। সদর মডেল থানার মামলা নম্বর ৫৩, তারিখ ৩১ অক্টোবর ২০২১।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারকে গুলি করার ঘটনায় কক্সবাজার পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গুলিবিদ্ধ মুনাফ সিকদারের বড় ভাই মো. শাহজাহান বাদী হয়ে মামলাটি করেন ।

উল্লেখ্য, গত বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারসহ দুইজনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মুনাফ সিকদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version