Site icon Jamuna Television

ফাইনাল শেষে ফিরলেই রবি শাস্ত্রীকে জিজ্ঞাসাবাদ

ভারতীয় ক্রিকেট দলের পেসার মুহাম্মদ সামি ও তার স্ত্রী হাসিনের অভিযোগ পাল্টা অভিযোগের প্রেক্ষিতে এবার জিজ্ঞাসাবাদ করা হবে জাতীয় দলের কোচ রবি শাস্ত্রীকে। রোববার নিদাহাস ট্রফির ফাইনাল শেষে ভারতে ফিরে সোমবারই তিনি তদন্ত দলের মুখোমুখি হবেন।

খবরে বলা হয়েছে, সোমবার তদন্ত শেষ করে মঙ্গলবার প্রতিবেদন দাখিল করবে তদন্ত কমিটি। তবে রবি শাস্ত্রী ছাড়াও জাতীয় দলের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

আইপিএল’র গর্ভনিং কাউন্সিলের বৈঠকে সামিকে নিয়ে আলোচনা হয়েছিল বলে জানা গেছে। সেখানে সৌরভ গাঙ্গুলী সামির পক্ষে কথা বলেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। সামিকে বোর্ডের চুক্তির আওতার বাইরে রাখার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন সৌরভ।

Exit mobile version