Site icon Jamuna Television

উদ্ভট সাজে মিথিলার হ্যালোইন পালন, সাথে ছিলেন অর্ণবও

ছবি: সংগৃহীত।

ভুতুড়ে উৎসবে মেতে উঠেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জির স্ত্রী মিথিলা। প্রতিবছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় হ্যালোইন। সেই আঁচ লেগেছে মিথিরার বাড়িতেও। প্রিয়জনদের সাথে অদ্ভুত সেজে পালন করলেন হ্যালোইন। তবে মিথিলার সাজে মোটেও হ্যালুইন খ্যাত ভুতুড়ে কোনো প্রভাব দেখা যায়নি।

হ্যালোইন পার্টির বেশ কয়েকটি ছবি ও ভিডিও ইন্সটাগ্রামে পোস্ট করেছেন মিথিলা। সেখানে গোলাপি রঙের ছোট চুল আর বড় ফ্রেমের চশমায় অভিনেত্রীকে চেনাই মুশকিল। এই পার্টিতে দেখা গেছে মেয়ে আয়রা, সঙ্গীতশিল্পী শায়ন চৌধুরী অর্ণব ও তার স্ত্রী সুনিধি নায়েককেও।

Exit mobile version