Site icon Jamuna Television

মৌলভীবাজারে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী খুন

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসানকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩১ অক্টোবর) বেলা ২ টার দিকে চৈত্রঘাট বাজার এ ঘটনাটি ঘটে। নাজমুল হাসান কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট এলাকার লকুস মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা নাজমুলকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠালে অবস্থার অবনতি হয়। পরে তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় তিনি মারা যান।

কমলগঞ্জ থানার (ওসি তদন্ত) সোহেল রানা জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version