Site icon Jamuna Television

এ বছরও বিয়ের পরিকল্পনা বাতিল রনবীর-আলিয়ার

ছবি: সংগৃহীত।

মহামারি না হলে অনেক আগেই বিয়েটা সেরে ফেলতেন, একাধিক সাক্ষাৎকারে এ কথা বলেছিলেন রনবীর কাপুর। গুঞ্জন ছিল, প্রেমিকা আলিয়া ভাটের সাথে চলতি বছরেই বিয়ে সারবেন। কিন্তু শোনা যাচ্ছে, অপেক্ষা লম্বা হচ্ছে আরও। এখনই নতুন অধ্যায় শুরু করবেন না তারা।

রনবীর-আলিয়ার ঘনিষ্ঠ মহলের একজন জানিয়েছেন, বিয়ের জন্য রনবীর এবং আলিয়া অনেক কিছু ভেবে রেখেছেন। বহু দিন ধরে এই দিনটি নিয়ে পরিকল্পনা করছেন তারা। তাই এত তাড়াতাড়ি কিছুই করবেন না। আরও সময় নেবেন এই জুটি।

শোনা যাচ্ছিল, ডিসেম্বরেই চার হাত এক হবে দুই তারকার। জানুয়ারি পর্যন্ত নতুন কোনো কাজে যুক্ত হবেন না বলে ঠিক করেছিলেন তারা। কিন্তু এ বছর সে পরিকল্পনা বাতিল বলেই জানা গেল।

Exit mobile version