Site icon Jamuna Television

পাকিস্তানের সমর্থনও কাজে লাগলো না ভারতের

ভারতকে সমর্থন দেয়া পাকিস্তানি দর্শক।

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের পরাজয়ে ভীষণ হতাশ, বিরক্ত এবং ক্ষুব্ধ ভারতীয় দর্শকেরা। দর্শকে ঠাসা স্টেডিয়াম খালি করে ম্যাচ শেষ হবার আগেই বেরিয়ে যায় অসংখ্য দর্শক। এসময় যমুনা টিভির ক্যামেরায় ধরা পড়ে একজন ভারতীয় জার্সি পরিহিত এক স্টেডিয়াম ফেরত এক ক্রীড়ামোদী, যার হাতে আবার পাকিস্তানের পতাকা। তিনি জানালেন, আজ তিনি এসেছিলেন ভারতকে সমর্থন দিতে। কিন্তু কাজে লাগলো না!

জানা যায়, তিনি পাকিস্তানে জন্ম নেয়া পাকিস্তানের সমর্থক। তবে ভারতীয় ক্রিকেট দলের জন্যও আছে তার অনুরাগ।

জানতে চাওয়া হয় তিনি কেন ভারতকে সমর্থন দিচ্ছেন। তিনি জানান, ভারত একটি দুর্দান্ত ক্রিকেটিং নেশন। দলটাও দারুণ। আমি চাই ভারত এই টুর্নামেন্টে টিকে থাকুক। কারণ এই আসরকে জীবন্ত রাখার জন্য হলেও আমি চাই ভারত টিকে থাক।

Exit mobile version