Site icon Jamuna Television

জমি নিয়ে বিরোধের জেরে ঢাকায় নারীকে কুপিয়ে হত্যা

রাজধানীর বাড্ডা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রুবিনা নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রুবিনার স্বামী মোহাম্মদ শরিফ হোসেনের অভিযোগ, বেরাইদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীরের নির্দেশেই এই ঘটনা ঘটানো হয়েছে। এসময় আহত হয়েছে নিহত রুবিনার ছেলে মুন্না, শিপু এবং ভাতিজা হাসিদুল। হাসিদুলের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, বেরাইদের ৪২ নম্বর ওয়ার্ডে শরিফ হোসেনের ২০ কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তার অভিযোগ জমিটি দখলে নিতে পেশিশক্তি ব্যবহার করতো স্থানীয় সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর। এমনকি তার নাম ব্যবহার করে প্রায়ই সন্ত্রাসীরা শরিফের পরিবারকে হুমকি দিতো। এর ধারাবাহিকতায় রোববার (৩১ অক্টোবর) দুপুরে, কয়েকজন সন্ত্রাসী শরিফ হোসেনের বড়ছেলে মুন্নার ওপর হামলা করে। ছেলেকে বাঁচাতে মা রুবিনা বেগম এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে জখম করে।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা রুবিনাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাড্ডা থানা উপপরিদর্শক হাসমত আলী জানান, রুবিনা বেগমের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

Exit mobile version