Site icon Jamuna Television

জোকার সেজে ট্রেনে এলোপাতাড়ি ছুরিকাঘাত, লোকজন ভাবলো হ্যালোইনের নাটক

উজ্জ্বল বেগুনি ও সবুজ জোকারের পোশাক পরা ওই আততায়ী বগিতে আগুন ধরিয়ে দেয়। প্রাণে বাঁচতে অনেকে জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করে।

জোকারের ছদ্মবেশে সাবওয়েতে ছুরিকাঘাতের মাধ্যমে ১৭ আরোহীকে গুরুতর আহত করেছে এক ব্যক্তি। আহতদের মধ্যে তিন জনের অবস্থা সংকটাপন্ন।

রোববার (৩১ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওর কোকুইরো স্টেশনে স্থানীয় সময় রাত ৮টা নাগাদ হয় হামলাটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের বেশিরভাগ মানুষ হ্যালোইন পার্টিতে যোগ দেয়ার জন্য যাচ্ছিলেন। হঠাৎই এলোপাতাড়ি ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। সে উজ্জল বেগুনি ও সবুজ রঙের জোকারের পোশাক পরা ছিল। প্রথমে তারা ভেবেছিলেন এটা হ্যালোইনের নাটক। কিন্তু বগির চারপাশে তরল পদার্থ ছড়িয়ে আততায়ী আগুন ধরিয়ে দেয়। প্রাণে বাঁচতে জানালা দিয়ে বের হন অনেকে।

স্টেশনে থাকা পুলিশ সদস্যদের সহযোগিতায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন। আটক করা হয় ২৪ বছর বয়সী হামলাকারীকে। তার পরিচয় এবং হামলার মোটিভ এখনও প্রকাশ করেনি পুলিশ।

Exit mobile version