Site icon Jamuna Television

বিক্রি হলো সবচেয়ে বড় ডায়নোসরের ফসিল

নিলামে বিক্রি হলো ৬ কোটি ৬০ লাখ বছর আগের ডাইনোসরের ফসিল। প্রায় ৬৭ কোটি টাকায় এটি কিনে নিয়েছেন এক ব্যক্তি। প্যারিসে ড্রোআউট নামের আয়োজক প্রতিষ্ঠান জানায়, এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ট্রাইসেরাটপস ডায়নোসারের দেহাবশেষ এটি।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা থেকে উদ্ধার হয় ট্রাইসেরাটপস জাতের ডায়নোসরের এই ফসিল। বিজ্ঞানীরা বলছেন, ২ দশমিক ৬২ মিটার লম্বা ও দুই মিটার চওড়া কঙ্কালটি কমপক্ষে সাড়ে ৬ কোটি বছর আগের। বিগ জন নামে পরিচিত এই ডায়নোসরের প্রতিটি অঙ্গ-প্রতঙ্গ না পাওয়া গেলেও মিলেছে দেহাবশেষটির ৬০ শতাংশ। যা বিরল ঘটনা।

সম্প্রতি প্যারিসে ফসিলটি নিলামে তোলা হয়।কয়েক ঘণ্টার ব্যবধানেই ৭৭ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়ে যায় ডায়নোসরের কঙ্কালটি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ কোটি টাকা। নিলামকারী আলেকজান্দ্রে জিকুয়েলো বলেন, এধরনের নিলাম একেবারেই বিরল এবং ব্যতিক্রমী। কারণ প্রায়ই ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেলেও সম্পূর্ণ বা প্রায় সম্পূর্ণ ফসিল সাধারণত পাওয়া যায় না।

বিশেষজ্ঞদের দাবি, পৃথিবীতে এখন পর্যন্ত উদ্ধার হওয়া সবচেয়ে বড় ট্রাইসেরাটপস ডায়নোসরের দেহাবশেষ এটি। ফ্রান্সের জীবাশ্মবিদ ইয়াকোপো ব্রায়ানো জানান, আরও অন্তত ৪১টি মাথার খুলির সাথে তুলনা করে দেখা গেছে, এ পর্যন্ত আবিষ্কৃত এটিই সবচেয়ে বড় ডায়নোসরের ফসিল।

২০২০ সালে নিউইয়র্কে ৬ কোটি ৭০ লাখ বছর আগের ডায়নোসরের একটি ফসিল নিলামে তোলা হয়। সেটি বিক্রি হয়েছিল রেকর্ড ৩ কোটি ১৮ লাখ মার্কিন ডলারে।

Exit mobile version