Site icon Jamuna Television

আরিয়ানের জন্য দেহরক্ষী খুঁজছেন শাহরুখ

ছবি: সংগৃহীত।

প্রায় একমাস কারাবাসের পর অবশেষে জামিন পেলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ঘরে ফিরে এবারে আরিয়ানকে স্বাভাবিক করার চেষ্টা করছেন শাহরুখ-গৌরি। শোনা যাচ্ছে, আরিয়ানের জন্য আলাদা করে মনোবিদ নিয়োগ দেয়ার চিন্তা করেছেন গৌরি। পাশাপাশি আরও বাড়ানো হবে
নিরাপত্তা।

ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আরিয়ানের জন্য বডিগার্ড বা দেহরক্ষী রাখার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ। ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, ছেলের ব্যাপারে এখন আরও সাবধানী শাহরুখ। তাই সবসময় আরিয়ানকে রক্ষা করার জন্য একজন বিশ্বস্ত দেহরক্ষী রাখার কথা ভাবছেন তিনি।

এ দিকে ভাই জেল থেকে বের হওয়ার পরেই হ্যালোইন উদযাপনে মত্ত শাহরুখ কন্যা সুহানা। মার্কিন মুলুকে বসে ৩১ অক্টোবর বন্ধুদের সাথে জমিয়ে পার্টি দিয়েছেন ভুতুড়ে এই উৎসব পালনে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়েছেন তিনি। মন্তব্য ঘরে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন বহু মানুষ।

Exit mobile version