Site icon Jamuna Television

ডুবে যাওয়া ফেরিটি ডাঙায় তোলার প্রক্রিয়া শুরু

পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরিটি টেনে তুলতে প্রাথমিকভাবে কাজ শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ। ঘটনাস্থলে পৌঁছেছে প্রতিষ্ঠানের একটি ডুবুরি দল।

ফেরিটি তুলতে প্রাথমিক পর্যালোচনার কাজ কর‍ছে দলটি। পর্যালোচনা শেষে আজই ডুবুরি দল নামিয়ে ফেরির ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করে ওয়েল্ডিং বা ঝালাইয়ের চেষ্টা করা হবে। ওয়েল্ডিং করতে না পারলে ক্ষতিগ্রস্ত স্থান জোড়াতালি দিয়ে ফেরিটি ভাসানোর চেষ্টা করবে তারা। মূল উদ্ধারকাজ শুরুর পর থেকে তিনদিনের মধ্যে ফেরিটি তোলা সম্ভব হবে বলে জানান ডুবুরি দলের প্রধান আবদুর রহমান।

আগামীকালের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে ৬টি ক্রেনজাতীয় সেল্ফবার্জসহ সব উদ্ধারকারী সরঞ্জাম পৌঁছে যাবে বলেও জানান তিনি।

গত ২৭ অক্টোবর পাটুরিয়া ঘাটে বেশকিছু গাড়ি নিয়ে ডুবে যায় ফেরি আমানত শাহ। সেটি টেনে তুলতে হামজা-রুস্তমের সক্ষমতা না থাকায় বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা নেয়া হয়।

Exit mobile version