Site icon Jamuna Television

আরিয়ানকে ক্ষমা করা উচিত নয়: শত্রুঘ্ন

ছবি: সংগৃহীত

৩০ অক্টোবর বাড়ি ফিরেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তারপর মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানান, তার মেয়ে সোনাক্ষী এবং দুই ছেলে লব ও কুশ কখনও ড্রাগ নেয়ার মতো পাপ কাজ করেননি। খবর এই সময়ের।

এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে শত্রুঘ্নকে বলেন, এই ব্যাপারে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমার ছেলেমেয়ে লব-কুশ এবং সোনাক্ষীর বেড়ে ওঠা খুব ভালো মতো হয়েছে। ওদের নিয়ে আমি গর্ববোধ করি। এই ব্যাপারে ওদের নিয়ে না কখনও শুনেছি, না কখনও দেখেছি। এসব বিষয় নিয়ে ওদের মধ্যে কোনো হালচালও শুনিনি।

এই বর্ষীয়ান অভিনেতা আরও বলেন, অভিভাবকদের খেয়াল রাখা উচিত তাদের সন্তানরা যেনো নিঃসঙ্গতা অনুভব না করে। তারা একা অনুভব করলেই ভুল সঙ্গে পড়ে বা খারাপ কাজ করে। বাচ্চাদের সঙ্গে অন্তত একবেলা একসঙ্গে খেতে বসা উচিত। আরিয়ানকে ক্ষমা করা উচিত নয়, কারণ ও শাহরুখের ছেলে। তবে কারও অধিকার নেই তাকে টার্গেট করার।

ইউএইচ/

Exit mobile version