Site icon Jamuna Television

সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে ২১৮ হুতি যোদ্ধা নিহত

ছবি: সংগৃহীত।

সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইয়েমের ২১৮ জনের মৃত্যু হয়েছে। জোটের দাবি, নিহতরা সবাই ছিলেন হুতি যোদ্ধা। ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মারিবের আল-জাওয়াবা এবং আল-কাসারা নামের দুটি জেলায় গত ৭২ ঘণ্টার হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। খবর আল আরাবিয়ার।

রোববার (৩১ অক্টোবর) সৌদি জোটের পক্ষ থেকে জানানো হয়, এই হামলায় মোট ২৪টি সামরিক যান ধ্বংস করা হয়েছে। একই সাথে ২১৮ জন হুতি যোদ্ধাকেও হত্যা করা হয়েছে।

ইয়েমেন সরকারকে সমর্থন ও সহযোগিতার নামে গত সাত বছর ধরে দেশটির বিভিন্ন স্থানে হুতি যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে সৌদি জোট। তাদের দাবি, গত ১১ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত এই জোটের হামলায় ২ হাজার ২০০ জন হুতি যোদ্ধা মারা গেছে।

মূলত, ১১ তারিখের পর থেকে ইয়েমেনের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই সৌদি জোটের নেতৃত্বে বোমা হামলার ঘটনা ঘটে আসছে। তবে সবচেয়ে ভয়াবহ অভিযান চালানো হয়েছে গত ৭২ ঘণ্টায়।

Exit mobile version