Site icon Jamuna Television

দরজা ভেঙে ঘরে ঢুকে মদে গোসল চোরের!

রাতে বিছানায় যাবার প্রস্তুতি নিচ্ছিলেন হলি ও তার স্ত্রী অ্যানা। আচমকা শোনা গেলো শব্দ। তাদের ভাষ্যে, কেউ যেন দরজা ভেঙে ঘরে প্রবেশ করছে!

চোরের চিন্তায় এমন ভড়কালেন তারা দুজন যে, চুপিসারে বাড়ি থেকে পালিয়েও যান। তাৎক্ষণিক কল করেন পুলিশসেবার হটলাইনে। এরপর পুলিশ বাড়িতে এসে যা দেখলো, সেটি দেখার জন্য তারা কেন, কেউই প্রস্তুত থাকবে না!

পুলিশের বরাত দিয়ে অ্যানা জানান, পুলিশ বাড়িতে গিয়ে দেখে এক নারী বাথটাবে বসে গ্লাসভর্তি ওয়াইন (মদ) দিয়ে গোসল করছে।

অ্যানা আরো বলেন, গেস্টরুমের দরজার ধাক্বাধাক্কি করার আগে ওই নারী বাড়ির পোষ্যের দরজা দিয়ে প্রবেশ করেছে। আমরা বাড়ি থেকে যাওয়ার পর সে সম্ভবত রান্নাঘরে গিয়ে এক গ্লাস ওয়াইন নেয় এবং তা নিয়ে বাথটাবে যায়। এ ঘটনার পর ওই নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে ঐ নারী অসহায়ত্ব থেকে এই কাজ করেছ এই বিশ্বাসে তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি হলি ও অ্যানা। উল্টো অ্যানা বলেছেন, আমার মনে হয়, তার যা দরকার ছিল তা সে পেয়েছে।

তবে অপরাধীর বিরুদ্ধে শান্তির পতাকা উড়ালেও প্রতিবেশিদের চুরি নিয়ে সতর্ক করতে ভোলেননি এই দম্পতি।

Exit mobile version