Site icon Jamuna Television

মহানবীকে নিয়ে কটূক্তির মামলায় ৩ আসামীর ১০ বছরের কারাদণ্ড

রাজশাহী ব্যুরো:

পাবনার আতাইকুলায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে অবমাননাকর প্রচার ও পর্নোগ্রাফির ঘটনায় দায়েরকৃত মামলায় ৩ আসামীর দশ বছরের সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল।

সোমবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, আমিনুল এহসান, জহিরুল ইসলাম ও খোকন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এসময় অন্য ৭ আসামীকে খালাস দেয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২ নভেম্বর রাজীব নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে মহানবী কে কটূক্তি করা ছবি আপলোড করে। এতে ওই এলাকার মুসলিমরা সংঘবদ্ধ হয়ে হিন্দু ধর্মাবলম্বী রাজীবের বাড়ীতে হামলা, ভাংচুর করে আগুন দেয়। পরে এ ঘটনায় ৫৭ ধারায় পুলিশ বাদী হয়ে আতাইকুলা থানায় মামলা করে।

পুলিশ তদ শেষে জানতে পারে আসামী আমিনুল এহসান তার ফটোকপির দোকান থেকে মহানবীকে কটূক্তি করা ছবি ফটোকপি করে বিক্রি করে। আরেক আসামী খোকন অপর আসামী জহুরুলের কম্পিউটারের দোকান থেকে হিন্দু ধর্মাবলম্বী রাজীবের ফেসবুকে তা আপলোড করে প্রচার করে।

একই ঘটনায় পর্নোগ্রাফি আইনে আরেকটি মামলা পাবনা আদালতে বিচারাধীন রয়েছে।

Exit mobile version