Site icon Jamuna Television

ঢামেক থেকে নিখোঁজ রোগীর লাশ মিললো নারায়ণগঞ্জে

ছবি: সংগৃহীত

সিনিয়র করেসপন্ডেন্ট:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে নিখোঁজ রোগী মো. মাঈনুদ্দিনের লাশ পাওয়া গেছে নারায়ণগঞ্জে। নিখোঁজের চারদিন পর গত শুক্রবার (২৯ অক্টোবর) তার লাশ পাওয়া যায়। পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসবে লাশটি দাফনও করা হয়ে গেছে।

পুলিশ জানায়, ২৮ বছর বয়সী মাঈনুদ্দিন গুরুতর অসুস্থ ছিলেন। স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারতেন না। মাঈনুদ্দিন কিডনি, লিভারের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন। গত ২৩ অক্টোবর মাঈনুদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছিল।

এর মধ্যই, গত মঙ্গলবার সকাল আটটার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরে এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন মাইনুদ্দিনের বাবা রবিউল হক।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান এ ব্যাপারে বলেন, গত শুক্রবার (২৯ অক্টোবর) নারায়ণগঞ্জ রেলগেট পার্কের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল ও ময়নাতদন্ত করে মরদেহটি অজ্ঞাতনামা হিসেবে সিটি করপোরেশনের কবরস্থানে দাফন করা হয়। এর আগে মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করে রাখা হয়। সিআইডির গবেষণাগারে আঙুলের ছাপ পরীক্ষা করে আজ ওই মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। এরপর মাঈনুদ্দিনের পরিবারকে খবর দেয়া হয়।

ওসি শাহ জামান আরও বলেন, মৃত অবস্থায় উদ্ধারকৃত যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরিবার থেকেও কোনো অভিযোগ করা হয়নি। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তে যদি হত্যার বিষয় আসে, তাহলে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় পরিণত হবে, তদন্তও সেভাবে হবে।

উল্লেখ্য, মাঈনুদ্দিনের বাড়ি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে। তার বাবা রবিউল হক শাহবাগ থানার সাধারণ ডায়েরিতে লিখেছিলেন, মঙ্গলবার সকাল আটটার দিকে দুজন চিকিৎসক একটি পরীক্ষার জন্য ছেলে মাঈনুদ্দিনকে ৬ তলার ৬০১ নম্বর ওয়ার্ড থেকে ১০ তলার একটি কক্ষে নিয়ে যান। এ সময় মাঈনুদ্দিনের বড় ভাই জামাল উদ্দিনও সঙ্গে যান। মাঈনুদ্দিনকে কক্ষে রেখে তার জন্য নাশতা আনতে বাইরে যান জামাল। কিন্তু ফিরে এসে ওই কক্ষে মাইনুদ্দিনকে পাওয়া যায়নি। দিনভর হাসপাতালে অনেক খোঁজাখুঁজির পরও সংশ্লিষ্ট চিকিৎসক, ওয়ার্ডমাস্টার ও ওয়ার্ডের নার্সরা মাঈনুদ্দিনের সন্ধান পাননি।

Exit mobile version