Site icon Jamuna Television

শতাধিক তরুণকে হত্যার অভিযোগ টিগ্রে বিদ্রোহীদের বিরুদ্ধে

ছবি: সংগৃহীত।

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার সরকার বলছে, ব্যাপক বিবাদপূর্ণ টিগ্রে অঞ্চলে শতাধিক তরুণকে হত্যা করেছে বিদ্রোহীরা। বিদ্রোহী গোষ্ঠী টিগ্রে পিউপিল’স লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) নিয়ন্ত্রণাধীন কমবোলচা শহরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে সোমবার (১ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী টিপিএলএফের সদস্যরা কমবোলচায় অনুপ্রবেশ করেছে। পরে সেখানকার শতাধিক তরুণকে হত্যা করেছে তারা। এমন নৃশংসতার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ বন্ধ রাখা উচিত নয়। তবে এই হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানায়নি দেশটি।

এ ছাড়া ওই হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে টিগ্রে পিউপিল’স লিবারেশন ফ্রন্টের মুখপাত্র গেটাচিউ রেডারও কিছু জানান নি।

কমবোলচা হত্যাকাণ্ডের ঘটনার পর বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিতে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে উত্তরাঞ্চলীয় টিগ্রে রাজ্যের বিদ্রোহীরা পার্শ্ববর্তী আমহারার আরও কয়েকটি শহর দখল নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, টিগ্রে অঞ্চলে এক বছরের বেশি সময় ধরে এই সরকারি বাহিনীর সাথে টিপিএলএফ বিদ্রোহীদের সংঘাত চলছে। যুক্তরাষ্ট্র এই সংঘাতে উভয়পক্ষের প্রতি অস্ত্রবিরতির আহ্বান জানালেও তাতে সাড়া মেলেনি। যে কারণে সেখানে মানবিক সংকট তৈরি হয়েছে। 

Exit mobile version