Site icon Jamuna Television

ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

শারজায় সুপার টুয়েলভের ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছে শ্রীলঙ্কা। দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশদের জয়রথ থামানোর কঠিন দায়িত্ব আজ লঙ্কানদের উপর। আর সেমিফাইনালের আশা ধরে রাখতেও দাসুন শানাকার দলের জন্য এই ম্যাচে জয়ের বিকল্প নেই।

শ্রীলঙ্কা আজ মাঠে নামছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধের দলটিই অপরিবর্তিত রেখে। দাসুন শানাকা বলেন, আমাদের ব্যাটার এবং বোলাররা এই কন্ডিশন খুব ভালোভাবেই চেনে। এদিক দিয়ে সুবিধা পাবো আমরা।

অন্যদিকে, ইংলিশ অধিনায়ক এউইন মরগ্যান জানান, টস জিতলে তিনিও বোলিং করার সিদ্ধান্তই নিতেন। তবে ব্যাট করার চ্যালেঞ্জও হাসিমুখেই নেবেন তারা। মরগ্যান বলেন, এরকম টুর্নামেন্টে সাফল্য পেতে হলে ব্যাট এবং বল দুটো করার জন্যই মানসিক প্রস্তুতি রাখতে হবে। এর সাথে এটাও নিশ্চিত করতে হবে যে, কাজটা যেন ভালোভাবেই সম্পন্ন হয়।

Exit mobile version