Site icon Jamuna Television

রংপুরে মাদকবিরোধী অভিযানে নিহত ১, থানা ঘেরাও

রংপুরের হারাগাছ পৌরসভার দরদী স্কুলের সামনে পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় তাজুল ইসলাম নামে ৫২ বছর বয়সি এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় হারাগাছ থানা ঘেরাও করেছেন স্থানীয় জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় হারাগাছ থানা পুলিশ। এসময় পুলিশ স্থানীয় তাজুল ইসলাম নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারের পর লাঠি দিয়ে পেটালে তিনি পাশের দেয়ালে আছড়ে পড়েন এবং সাথে সাথেই মারা যান।

তবে হারাগাছ থানার ওসি শওকত আলী সরকার জানিয়েছেন, ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চলার সময় ভয়ে-আতঙ্কে মাদকসেবী তাজুল ইসলাম দৌঁড়ে পালাতে থাকে এবং সামান্য দূরে গিয়ে পড়ে যায়। এতে হার্ট অ্যাটাকে মারা যায় সে।

এদিকে এ ঘটনার জের ধরে হারাগাছ থানা ঘেরাও করে ইটপাটকেল ছুঁড়তে থাকে হাজার হাজার এলাকাবাসী। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মৃত তাজুল ইসলামের লাশ এখনো দরদী স্কুলের গেটের সামনে পড়ে আছে।

Exit mobile version