Site icon Jamuna Television

৭৭ রানে দায় মেটালেন সাব্বির

বেশ কিছুদিন ধরেই রানে ছিলেন না সাব্বির রহমান। দৃষ্টিকটুভাবে রান আউট হওয়া, মিস ফিল্ডিংসহ নানা কারণে দলে তার জায়গা নিয়েও উঠে গেছিল প্রশ্ন। নিদাহাস ট্রফির ফাইনালে জ্বলে উঠলেন সেই সাব্বিরই।

তামিম, সৌম্য, মুশফিকের উইকেট তুলে নিয়ে যুজবেন্দ্র চাহাল ব্যাকফুটেই ঠেলে দিলেছিলেন টাইগারদের। লিটনতো আগেই ফিরে গেছিলেন ভারতের নতুন সেনসেশন ওয়াশিংটনের বলে। এমন দুর্যোগ থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন সাব্বির-মাহমুদুল্লাহ। কিন্তু অপ্রয়োজনীয় রান নিতে গিয়ে ১৬ বলে ২ চারে ২১ রান করে আউট হতে হয় মাহমুদুল্লাহকে। যার দায় বর্তায় সাব্বিরের ওপরই। এমন অবস্থায় ৫০ বলে ৭ চার ও ৪ ছয়ে ৭৭ রান করেন সাব্বির। জয়দেব উনাদকাটের স্লোয়ারে বোল্ড হয়ে আবার খেই হারিয়ে ফেলে বাংলাদেশ।

শেষ ওভারে মেহেদী মিরাজ ১৮ রান তুললে ১৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে টাইগাররা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version