Site icon Jamuna Television

স্ত্রীর মেকআপ ছাড়া চেহারা দেখে ডিভোর্সের সিদ্ধান্ত যুবকের

ছবি: সংগৃহীত।

বিয়ের মাত্র এক মাসের মাথায় স্ত্রীকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মিশরের এক যুবক । কারণ শুনলে অবাক হবেন সবাই। বিয়ের পর প্রথমবার স্ত্রীর মেকআপ ছাড়া চোহারা দেখে হতবাক হয়ে যান ওই ব্যক্তি। এরপরই ডিভোর্স চেয়ে পারিবারিক আদালতের দ্বারস্থ হন তিনি।

গালফ নিউজের প্রতিবেদনে জানা যায়, ওই ব্যক্তি বলেন, আমাকে প্রতারিত করেছে আমার স্ত্রী। কারণ বিয়ের আগে সে প্রচুর মেকআপ করত। মেকআপ ছাড়া তাকে দেখতে কুৎসিত লাগে। ফেসবুকের মাধ্যমে নিজের স্ত্রীর সাথে পরিচয় হয় ওই ব্যক্তির।

মেকআপ করে ফেসবুকে সুন্দর সুন্দর ছবি দিতেন ওই নারী। এরপর তার প্রেমে পড়ে ওই নারীর সাথে কয়েক দফা দেখাও করেন ওই ব্যক্তি। বিয়েও করেন পছন্দের নারীকে। কিন্তু বিয়ের পর তার স্ত্রীর মেকআপ ছাড়া চেহারা বেরিয়ে আসার পর হতবাক হয়ে যান ওই ব্যক্তি।

আদালতে নিজের অভিযোগে ওই ব্যক্তি বলেন, বিয়ের পর আমি মেকআপ ছাড়া তার আসল চেহারা দেখি। আমি তাকে দেখে পুরোপুরি অবাক হয়ে যাই। কারণ বিয়ের আগের যার সাথে কয়েকবার দেখা করেছি, সে দেখতে মোটেও তার মতো নয়। এজন্য আমি তার সাথে আর সংসার করব না। আমি তার থেকে ডিভোর্স চাই।

Exit mobile version