Site icon Jamuna Television

সুধীর গৌতমকে টিস্যু বাড়িয়ে দিয়েছিলেন টাইগার শোয়েব?

গ্যালারিতে বাঘের কস্টিউম পরে বাঘেরই গর্জন দেন মানুষটি। শোয়েবের নামের আগে তাই জুড়ে গেছে টাইগার উপাধিও। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন সামনে রেখে এখন তিনি আছে আরব আমিরাতে। বাংলাদেশের পারফরম্যান্সে হতাশ হলেও নিজ দেশ ও ভিনদেশী সমর্থকদের সাথে আনন্দ-খুনশুটিতে তার সময় মন্দ কাটছে না।

আজ সোমবার নিজ ফেসবুক প্রোফাইলে আপলোড করা এক ভিডিওর ক্যাপশনে টাইগার শোয়েব লেখেন, এতদিন সুধীর গৌতম বাংলাদেশ হেরে গেলে বলতো আমি টিস্যু পেপার নিয়ে আসছি। কার কুয়ায় কে পড়ে! আমি ওর জন্য গতকালকে টিস্যু পেপার নিয়ে গিয়েছিলাম। খুব কাজে লেগেছে।

ভিডিওটিতে দেখা যায়, সুধীর গৌতম হাসির ছলেই মেতেছেন শোয়েবের সাথে খোঁচাখুঁচিতে। শোয়েব যখন তাকে টুর্নামেন্ট থেকে একসাথে বিদায় নিয়ে দেশের পথ ধরার পরামর্শ দেন, তখন সুধীর বলেন, না না দাদা। ভারত ভালো রানরেট নিয়ে সামনের তিন ম্যাচ জিতবে। দ্বিতীয় হয়ে সেমিতে যাবে। শুধু তা-ই নয়, ফাইনালে খেলে কাপটাও জিতবে।

সুধীরের সাফ কথা, এটাই আমার বিশ্বাস, আর বিশ্বাসের ওপরেই দুনিয়াটা চলে!

এদিকে ভিডিওতে শোয়েবের সাথে মজা করতে দেখা যায় ধোনী সমর্থক গ্যালারির আরেক পরিচিত মুখ থাঙ্গরাজকেও। শোয়েব কর্তৃক একসাথে দেশে ফেরার প্রস্তাব তিনিও পত্রপাঠ প্রত্যাখ্যান করেন।

Exit mobile version