Site icon Jamuna Television

সম্মেলন চলাকালীন ঘুমালেন বাইডেন, কথা না শুনেই দিলেন তালি

ছবি: সংগৃহীত।

জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৬ শুরু হয়েছে স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোতে। বিভিন্ন দেশের সরকারপ্রধানেরা এরই মধ্যে সম্মেলনস্থলে পৌঁছাতে শুরু করেছেন। অনেকে বক্তব্যও দিয়ে ফেলেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে কঠোরভাবে সতর্ক করেছেন।

সম্মেলনে উপস্থিত আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সম্মেলনস্থলে বিশ্ব নেতাদের সাথে বসে থাকা বাইডেনের একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, উদ্বোধনী বক্তব্য চলাকালে জো বাইডেন বারবার ঘুমিয়ে পড়ছেন। নেট দুনিয়ায় সাড়া ফেলেছে মার্কিন প্রেসিডেন্টের এই কাণ্ড। 

ভিডিওতে দেখা যায়, উদ্বোধনী বক্তব্য চলছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মাস্ক পরিহিত অবস্থায় বসে আছেন। এরপর তিনি বক্তব্য শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছেন। পরে আবার জেগে উঠে বক্তব্য শুনছেন। আবার ঘুমিয়ে পড়ছেন। এক পর্যায়ে এক কর্মী এসে তার কানে কানে কী যেন বলেন। এরপর তিনি জেগে উঠে চোখ কচলাতে থাকেন। ততক্ষণে বক্তব্যও শেষ হয়ে গেছে। অন্যদের দেখাদেখি তিনিও করতালি দিতে শুরু করেন।

Exit mobile version