Site icon Jamuna Television

নওগাঁর এই মাদরাসাটিতে চলে কোটি কোটি টাকার দুর্নীতি

পড়ালেখা নামকাওয়াস্তে। অথচ শিক্ষক-কর্মচারী নিয়োগে চলে লাখ-লাখ টাকার খেলা। এই অবস্থা নওগাঁর ধামর হাট রূপনারায়ণপুর ও কোকিল সম্মিলিত আলিম মাদরাসার। মাদরাসাটিতে অর্থের বিনিময়ে অদক্ষ লোকবল নিয়োগ, স্বেচ্ছাচারিতা ও প্রতিষ্ঠানের সম্পদ তছরুপের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী।

মাদরাসাটির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ নিয়োগ বাণিজ্যের। সবশেষ মাসখানেক আগে ধামইরহাটের রূপনারায়ণপুর আলিম মাদরাসার উপাধক্ষ্যসহ দুটি পদে নিয়োগ দিয়ে তোপের মুখে পরে কমিটি। বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন নিয়ে গোপনে নিয়োগ দেয়া হয়েছে সভাপতির ভাইকে। তাই বঞ্চিত প্রার্থীরা প্রতিকার চেয়ে অভিযোগ দিয়েছেন। মামলাও করেছেন আদালতে।

শিক্ষক-অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, মাত্র কয়েক বছরে বিশটি পদে শিক্ষক কর্মচারী নিয়োগ দিয়ে দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে কমিটির সদস্যরা। সম্পত্তি আত্মসাৎ ও অধ্যক্ষের স্বেচ্ছাচারিতায় প্রতিষ্ঠানটির দশাও বেহাল বলে অভিযোগ করছে এলাকাবাসী।

এসব বিষয়ে কথা বলতে গেলে দুর্ব্যবহার করেন অধ্যক্ষ। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলছেন নওগাঁ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান।

Exit mobile version