Site icon Jamuna Television

নাইজেরিয়ায় নির্মাণাধীন ভবন ধসে নিহত অন্তত ৪

নাইজেরিয়ায় নির্মাণাধীন বহুতল ভবন ধসে প্রাণ গেছে কমপক্ষে ৪ জনের। ধ্বংসস্তুপের নিচে এখনও আটকা পড়ে আছে বহু মানুষ।

উদ্ধার তৎপরতায় জরুরি বিভাগের সাথে কাজ করছে স্থানীয়রাও। এ পর্যন্ত ৪ জনকে জীবিত উদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। প্রাণহানি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (১ নভেম্বর) লাগোস শহরে স্থানীয় সময় দুপুর পৌনে তিনটার দিকে ধসে পড়ে ভবনটি। ভবনটি নির্মাণের দায়িত্বে ছিল বহুজাতিক একটি প্রতিষ্ঠান। ধসের কারণ জানা যায়নি এখনও। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে লাগোসের স্থানীয় প্রশাসন।

হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। গত কয়েক বছরে লাগোসে একাধিক ভবন ধসের ঘটনা হয়েছে। নির্মাণকাজের নীতিমালা না মানার প্রবণতা লক্ষ্য করা যায় দেশটিতে।

Exit mobile version