Site icon Jamuna Television

পুঁজিবাজার নিয়ে খেলছে কারা?

গেল কয়েক সপ্তাহ ধরেই অস্থিরতা চলছে পুঁজিবাজারে। বড় ধরনের ওঠা নামা চলছে সূচকের ক্ষেত্রেও। তিন সপ্তাহে প্রধান সূচক প্রায় ৭ হাজার ৪শ পয়েন্ট থেকে কমে নেমে এসেছে ৭ হাজারের নিচে।

বিনিয়োগকারীরা বলছেন, স্বল্প মূলধনী কোম্পানির ওপর ভরসূচক বৃদ্ধি অস্থিরতার মূল কারণ। নিয়ন্ত্রক সংস্থার সমন্বয়হীনতার সুযোগ নিয়ে একটি চক্র বাজারকে অস্থির করে তুলছে বলেও মনে করেন তারা। এছাড়া কেউ কেউ মনে করছেন, একটি চক্র বাজার নিয়ে খেলছে, এভাবে চলতে থাকলে সাধারণ বিনিয়োগকারীদের আস্থার সংকট দেখা দেবে।

পুঁজিবাজারের বর্তমান উত্থান-পতনকে স্বাভাবিক হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরা। এর ফলে অনেকেই আতঙ্কে শেয়ার বিক্রি করে দিচ্ছে বলেও মনে করেন তারা। তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় থাকায় চলতি মাস থেকেই বাজার স্বাভাবিক গতিতে ফিরবে বলে আশা মার্চেন্ট ব্যাংক নেতাদের। পুঁজিবাজার শক্তিশালী অবস্থানে নিতে সব নিয়ন্ত্রক সংস্থা এক সাথে কাজ করছে বলেও জানান তারা।

Exit mobile version