Site icon Jamuna Television

নিউজিল্যান্ডে বর্ষসেরা পাখি হলো বাদুড়

ছবি: সংগৃহীত

অনলাইনে আয়োজিত এক জরিপে নিউজিল্যান্ডের বর্ষসেরা পাখি নির্বাচিত হয়েছে বাদুড়। বিবিসির ওকটি প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

ফরেস্ট অ্যান্ড বার্ড নামক নিউজিল্যান্ডের একটি পরিবেশবাদী সংগঠন প্রতিবছর এমন অদ্ভুত প্রতিযোগিতা আয়োজন করে। তবে ওই সংগঠনটি এবারই প্রথম স্তন্যপায়ী একটি প্রাণীকে এই জরিপের অন্তর্ভুক্ত করেছে। বিপন্ন প্রজাতির প্রাণীদের রক্ষায় সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে এবার নিউজিল্যান্ডের স্থানীয় জাতের একটি বাদুড়টিকে জরিপ তালিকাভুক্ত করা হয়।

খুবই ছোট আকৃতির এই বাদুড়টি পূর্ণবয়স্ক একজন মানুষের বৃদ্ধাঙ্গুলির সমান আকারের। লেজবিশিষ্ট এই বাদুড়টির পেকাপেকা-টু-রোয়া প্রজাতির।

প্রায় ৫৬ হাজার ৭০০ জনের বেশি মানুষ ওই জরিপে ভোট দেন।

Exit mobile version