সরকার ইউরোপের উন্নত দেশ ও বাজারগুলোতে দেশের মানসম্মত কৃষিপণ্যের বাজারের প্রসার বাড়াতে চায় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
ব্রিটিশ হাইকমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। কৃষিমন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশের কৃষিপণ্য রফতানির সুযোগ আছে। এখনও বিভিন্ন দেশে কৃষিপণ্য রফতানি হয়। এখন লক্ষ্য ইউরোপের মূল বাজারে কৃষিপণ্য রফতানি করা। আর এ বিষয়ে যুক্তরাজ্যের কারিগরি ও প্রশাসনিক সহযোগিতা চায় বাংলাদেশ। এসময় আব্দুর রাজ্জাক আরও জানান, আগমী ৮ নভেম্বর তার নেতৃত্বে উচ্চ পর্যায়ের ১২ সদস্যের প্রতিনিধি দল ইউরোপে যাবে। দলটি নেদারল্যান্ড ও যুক্তরাজ্য সফর করবে।
এসময় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন জানান, ব্রিটেন বাংলাদেশের কৃষি উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী। বাংলাদেশ যে ধরনের সহযোগিতা চাইবে, সেভাবেই করা হবে বলেও জানান তিনি।

