Site icon Jamuna Television

যে দলের নেতৃত্বের ঠিক নেই, সেই দলকে কেনো ভোট দেবে জনগণ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে দলের নেতৃত্বের ঠিক নেই সেই দলকে কেনো ভোট দেবে জনগণ। নাগরিক সংবর্ধনায় বিএনপিকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেন তিনি।

গ্লাসগোতে সোমবার রাতে প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, রাজনীতি করতে হলে সাহস দেখাতে হবে, পালিয়ে থেকে বোমা মেরে, আগুন দিয়ে আর ডেমোনেস্ট্রেশন দিয়ে তো আন্দোলন হয় না। বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, হাওয়া ভবনের দুর্নীতির টাকা দিয়েই লন্ডনে বিলাসবহুল জীবন যাপন করছে বিএনপি শীর্ষ নেতা।

শেখ হাসিনা বলেন, ওরা আন্দোলন করে যাবে, আর আওয়ামী লীগ উন্নয়ন করে যাবে। এ সময় প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এদিকে, গ্লাসগো সফর শেষে ৩ নভেম্বর লন্ডন যাবেন প্রধানমন্ত্রী। এরপর ৯ নভেম্বর লন্ডন সফর শেষে দ্বিপাক্ষিক সফরে প্যারিস যাবেন শেখ হাসিনা। দুই সপ্তাহের সফর শেষে ১৪ নভেম্বর দেশে ফেরার কথা প্রধানমন্ত্রীর।

ইউএইচ/

Exit mobile version