Site icon Jamuna Television

ভিন্ন মঞ্চেও একই দৃশ্যপট, একই কান্না…

ভিন্ন সংস্করণ, ভিন্ন প্রতিপক্ষ তবু ঘুরে ফিরে আসছিল ২০১২ সালের এশিয়া কাপের সেই বেদনাবিধুর স্মৃতি। নিদাহাস কাপের ফাইনালের নাটকীয়তা এমন জায়গায় গিয়ে ঠেকেছিল যে অশ্রু বিসর্জনের মঞ্চ প্রস্তুত। জিতলে আনন্দাশ্রু, হারলে হৃদয় বিদীর্ণ চিৎকার। সোনার ট্রফি, পরম আরাধ্য ট্রফি যখন উঁকি দেয়া শুরু করেছিল তখন এক দিনেশ কার্তিকের কাছেই হার মানতে হলো টাইগারদের। ৩ ছয় ও ২ চারে মাত্র ৮ বলে ২৯ রানের অতিমানবীয় এক ইনিংস খেলেছেন বহু কাঠখড় পেরিয়ে ভারতীয় দলে ফেরা কার্তিক।

২০১২ সালের এশিয়া কাপের ফাইনাল শেষের দৃশ্য নিশ্চয় সমর্থকরা ভুলেননি। সাকিব কাঁদছেন। নাসির কাঁদছেন। কাঁদছিল আসলে সারা দেশ। সেবার মাত্র ২ রানে পাকিস্তানের কাছে ফাইনাল হেরে ট্রফি জেতা হয়নি টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা বাংলাদেশের। আর এবার শেষ বলে ৫ রান দরকার এমন সমীকরণ মিলিয়ে দিলেন দীনেশ কার্তিক।

বেদনায় বেদনায় অন্তমিল আছে আরও এক জায়গায়। দু’ক্ষেত্রেই স্বাধীনতার মাসে ট্রফি পড়ে গেছে বাঘের থাবা থেকে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version