Site icon Jamuna Television

সুচির তীব্র সমালোচনা করলেন নোবেলজয়ী টুটু

রোহিঙ্গা নির্যাতন নিয়ে নীরব থাকায়, মিয়ানমারের নেত্রী অং সান সুচির তীব্র সমালোচনা করেছেন, শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকান ধর্মযাজক ডেসমন্ড টুটু। শুক্রবার সামাজিক মাধ্যমে পোস্ট করা এক খোলা চিঠিতে সুচির অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটু

সুচি গৃহবন্দী থাকার সময়, আন্তর্জাতিক অঙ্গনে তার পক্ষে জোরালো অবস্থান ছিল বর্ণবাদবিরোধী নেতা টুটু’র। খোলা চিঠিতে তিনি লেখেন, সুচিকে প্রিয় বোনের মতো দেখলেও রাখাইনের চলমান সহিংসতা মুখ খুলতে বাধ্য করেছে তাকে।

৮৫ বছর বয়সী টুটু বলেন, সুচি ক্ষমতা গ্রহণের পর রোহিঙ্গা নিপীড়ন প্রশ্নে অনেকের উদ্বেগ প্রশমিত হয়েছিল। কিন্তু সে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন সুচি।

খোলা চিঠিতে টুটু অভিযোগ করেন, নীরবতার মধ্য দিয়ে মিয়ানমারের সর্বোচ্চ পদে আসীন হওয়ার মুল্য পরিশোধ করছেন সুচি। কিন্তু এ মূল্য অনেক চড়া বলে অভিহিত করেন, নেলসন ম্যান্ডেনার সহযোদ্ধা টুটু।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version