Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় অনুমোদিত নতুন ভ্যাকসিন, উৎপাদন করবে ভারত

ছবি: সংগৃহীত।

প্রচলিত ভ্যাকসিনগুলোর বাইরে নতুন একটি ভ্যাকসিন অনুমোদন দিয়েছে ইন্দোনেশিয়া। সোমবার (২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বায়োটেক প্রতিষ্ঠানের এই ভ্যাকসিনটিকে অনুমোদন দেয় দেশটি। এই দেশেই প্রথম নোভাভ্যাক্সের অনুমোদন দেয়া হলো। খবর রয়টার্সের।

ইতোমধ্যে নোভাভ্যাক্স কোম্পানির পক্ষ থেকে কানাডা এবং ইউরোপেও অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। শিগগিরই ভারত ও ফিলিপাইনসহ বেশ কিছু দেশে এই ভ্যাকসিন অনুমোদন পাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। আর এরপরই নোভাভ্যাক্সের শেয়ার লাফিয়ে ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানায় কোম্পানিটি।

বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী ভারতীয় সংস্থা সেরাম ইনস্টিটিউটে নোভাভ্যাক্সের উৎপাদন শুরু হবে শিগগিরই। এ ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের নামে অর্থাৎ কোভ্যাক্স হিসেবেই এই ভ্যাকসিন বাজারজাত হবে।

সোমবার (১ নভেম্বর) নোভাভ্যাক্সের প্রধান নির্বাহী স্ট্যানলি আর্ক রয়টার্সকে জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নোভাভ্যাক্সের টিকা সংক্রান্ত নথি পর্যালোচনা করছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ডব্লিউএইচও তার সিদ্ধান্ত জানাবে বলে আশাবাদী তিনি।

Exit mobile version